নানী-নাতির খিচুরির দোকান (ভিডিওসহ)

মহামারিতে আর্থিক টানাপোড়েনে নানী-নাতি বিক্রি করছে খিচুড়ি।
নানী-নাতির খিচুরির দোকান (ভিডিওসহ)

মহামারিতে চলে গেছে স্বামীর চাকরি। সংসার চালাতে রাজধানীর খিলগাঁও রেলগেটে নাতিকে নিয়ে ভ্যানে করে খিচুড়ি বিক্রি করেন ৬২ বছর বয়সী খুদেজা বেগম।

এখানে ভর্তা আর খিচুড়ি প্লেট প্রতি ২০ টাকা এবং ডিম ভাজি আর খিচুড়ি প্লেট প্রতি ৩০ টাকা বিক্রি হয়।

সকাল থেকে সন্ধ্যা এই খিচুড়ি বিক্রি হয়। গুলবাগে স্বামী, নাতি আর নিজের মাকে নিয়ে থাকেন খুদেজা বেগম। এখন খিচুড়ি বিক্রির টাকা দিয়েই চালাচ্ছেন সংসার।

খুদেজা বেগম হ্যালোকে বলেন, “বাসায়ই ছোট ছোট পাতিলে রান্না করি। এরপর ভ্যানে করে নিয়ে আসি। আমার নাতনী আমাকে সাহায্য করে। প্রতিদিন ৬০০/৭০০ টাকার মতো বিক্রি হয়।”

নানী বসে তদারকি করে আর বিক্রির কাজটা করে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতী হৃদয়।  শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় নানীকে সাহায্য করছে বলে জানায় সে।

হৃদয় হ্যালোকে বলে, “এখন স্কুল বন্ধ তাই নানীকে কাজে সাহায্য করছি। দোকান ভালোই চলে।“

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com