Published: 2020-11-30 23:29:13.0 BdST Updated: 2020-11-30 23:32:11.0 BdST
মহামারিতে চলে গেছে স্বামীর চাকরি। সংসার চালাতে রাজধানীর খিলগাঁও রেলগেটে নাতিকে নিয়ে ভ্যানে করে খিচুড়ি বিক্রি করেন ৬২ বছর বয়সী খুদেজা বেগম।
এখানে ভর্তা আর খিচুড়ি প্লেট প্রতি ২০ টাকা এবং ডিম ভাজি আর খিচুড়ি প্লেট প্রতি ৩০ টাকা বিক্রি হয়।
সকাল থেকে সন্ধ্যা এই খিচুড়ি বিক্রি হয়। গুলবাগে স্বামী, নাতি আর নিজের মাকে নিয়ে থাকেন খুদেজা বেগম। এখন খিচুড়ি বিক্রির টাকা দিয়েই চালাচ্ছেন সংসার।
খুদেজা বেগম হ্যালোকে বলেন, “বাসায়ই ছোট ছোট পাতিলে রান্না করি। এরপর ভ্যানে করে নিয়ে আসি। আমার নাতনী আমাকে সাহায্য করে। প্রতিদিন ৬০০/৭০০ টাকার মতো বিক্রি হয়।”
নানী বসে তদারকি করে আর বিক্রির কাজটা করে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতী হৃদয়। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় নানীকে সাহায্য করছে বলে জানায় সে।
হৃদয় হ্যালোকে বলে, “এখন স্কুল বন্ধ তাই নানীকে কাজে সাহায্য করছি। দোকান ভালোই চলে।“
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।