Published: 2020-11-30 23:03:44.0 BdST Updated: 2020-11-30 23:07:06.0 BdST
করোনাকালীন পরিস্থিতির মধ্যেই শংকা কাটিয়ে ওঠার চেষ্টায় ঘর ছেড়ে বাহিরে নেমেছে মানুষ। কিন্ত, এখনও অনেক শিশুই লম্বা সময় ধরে রয়েছে হোম কোয়ারেন্টাইনে। তেমনই একজন হলেন মুবাশ্বির খান সৌভিক।
কিছুদিন আগেই নিজ জন্মদিন পালন করেছিল পরিবারের সাথে। জন্মদিনের উপহার হিসাবে মা'য়ের কাছে চেয়েছিলেন ছোট্ট বাচ্চা মুরগী।উপহার হিসাবে দুইটি বাচ্চা মুরগী পাওয়ার পর তা নিয়েই যেন আনন্দের শেষ নেই সৌভিকের।
শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় আপাতত এই মুরগীদের নিয়েই সময় কাটছে তার। সৌভিক বলে, “ওদেরকে খাঁচায় রাখি। ভাত খাওয়াই, আটা খাওয়াই। মাঝে মাঝে ছেড়ে দেই।“