Published: 2020-11-30 21:47:06.0 BdST Updated: 2020-11-30 21:50:36.0 BdST
এই নার্সারি দিয়েই স্বাবলম্বী হতে চায় সে। শখের বশে গাছ লাগানো শুরু হলেও তা এখন নার্সারিতে পরিণত হয়েছে।
আঁখির নিজ বাড়িতে গড়ে তোলা নার্সারিতে রয়েছে বিভিন্ন রকম গাঁদা, টগর, জবা, বিভিন্ন টাইমফুল, ব্লুডেসি, অপরাজিতাসহ অনেক ফুল গাছে। সে নিজেই করে গাছের পরিচর্যা। সে এগুলোকে বাণিজ্যিকভাবে তৈরির প্রস্তুতি নিচ্ছে।
আঁখি হ্যালোকে বলে, “আমি পাঁচ-ছয় বছর ধরে গাছ লাগানো শুরু করেছি। অনলাইন এবং বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করেছি।”
নিজের পায়ে দাঁড়াতে নার্সারির পাশাপাশি সে গড়ে তুলেছে সবজির ক্ষেতও। যেখানে রয়েছে বিভিন্ন রকম সবজি যেমন লাউ, কুমড়া, শসা, ঢেরস ইত্যাদি গাছ। আঁখির রয়েছে একটি মাছের ঘেরও। সেখানে রয়েছে বিভিন্ন জাতের মাছের পোনা।
দুই বোনের বড় আঁখি এভাবেই এগিয়ে যাচ্ছে তার স্বপ্নপূরণের লক্ষ্যে।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।