আঁখির স্বপ্ন পূরণে গাছ (ভিডিওসহ)

বাগেরহাটের কোন্ডলা গ্রামের আঁখি সুলতানা গাছের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করেছে ‘নার্সারি’।
আঁখির স্বপ্ন পূরণে গাছ (ভিডিওসহ)

এই নার্সারি দিয়েই স্বাবলম্বী হতে চায় সে। শখের বশে গাছ লাগানো শুরু হলেও তা এখন নার্সারিতে পরিণত হয়েছে।

আঁখির নিজ বাড়িতে গড়ে তোলা নার্সারিতে রয়েছে বিভিন্ন রকম গাঁদা, টগর, জবা, বিভিন্ন টাইমফুল, ব্লুডেসি, অপরাজিতাসহ অনেক ফুল গাছে। সে নিজেই করে গাছের পরিচর্যা। সে এগুলোকে বাণিজ্যিকভাবে তৈরির প্রস্তুতি নিচ্ছে।

আঁখি হ্যালোকে বলে, “আমি পাঁচ-ছয় বছর ধরে গাছ লাগানো শুরু করেছি। অনলাইন এবং বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করেছি।”

নিজের পায়ে দাঁড়াতে নার্সারির পাশাপাশি সে গড়ে তুলেছে সবজির ক্ষেতও। যেখানে রয়েছে বিভিন্ন রকম সবজি যেমন লাউ, কুমড়া, শসা, ঢেরস ইত্যাদি গাছ। আঁখির রয়েছে একটি মাছের ঘেরও। সেখানে রয়েছে বিভিন্ন জাতের মাছের পোনা।

দুই বোনের বড় আঁখি এভাবেই এগিয়ে যাচ্ছে তার স্বপ্নপূরণের লক্ষ্যে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com