Published: 2020-11-23 13:40:37.0 BdST Updated: 2020-11-23 14:57:37.0 BdST
দোকানে কাজ করতে করতেই কথা হয় তার সঙ্গে।
চার বছর ধরে এই দোকানে কাজ করছে সে। পরিবারের সাথে কেরানীগঞ্জে থাকে ও।
সকাল থেকে রাত অব্দি দোকানে থাকতে হয় তাকে।
রাব্বি হ্যালোকে বলে, “আমি সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করি।”
পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখার পর আর্থিক অভাব অনটনে তা আর হয়নি।
এখানে কাজ করেই পরিবারকে সাহায্য করছে রাব্বি। সে হ্যালোকে বলে, “এখানে কাজ করে সাড়ে চার হাজার টাকা পাই, তা পরিবারকে দেই সংসার চালানোর জন্য।”
চকলেট খেতে ইচ্ছে হলেই দোকান মালিক চকলেট খেতে দিতেন বলে জানায় রাব্বি। সে বলে, “আগে চকলেট খুব পছন্দ ছিল, এখন চকলেটেই অভক্তি।”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।