শিশু বান্ধব পৃথিবীর দাবি শিশুদের (ভিডিওসহ)

শিশু অধিকার সপ্তাহে শিশুর প্রতি পাশবিক নির্যাতন রোধ ও শিশু বান্ধব পৃথিবী গড়তে বড়দের প্রতি আহ্বান জানিয়েছে শিশুরা।
শিশু বান্ধব পৃথিবীর দাবি শিশুদের (ভিডিওসহ)

সারা দেশের মতো ফেনীতেও পালিত হওয়া শিশু অধিকার সপ্তাহে নিজেদের বিভিন্ন চাওয়ার কথা তুলে ধরে তারা।

আয়োজনে অংশ নেওয়া কয়েকজন শিশুর সঙ্গে কথা হয় হ্যালোর।

সবুজ নামে এক শিশু তার বক্তৃতায় বলে, "নিম্নবিত্ত শিশুরা খাদ্য, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হয়। আমরা চাই সকল শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করতে।"

শিশু আনিকা তাবাসসুম হ্যালোকে বলে, "আমার দাবি, আমরা নিরাপত্তা চাই। আমরা ভালোভাবে বাঁচতে চাই।"

শিশুদের প্রতি পাশবিক নির্যাতন বন্ধের দাবি জানায় আদিবা তাবাসসুম নামের আরেক শিশু।

শিশু আদ্রিকা বলে, "শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চাই।"

৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নানা আয়োজনে সপ্তাহটি পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে হয় উদ্বোধনী অনুষ্ঠান।

জেলা প্রশাসক, জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, মেয়রসহ অনেকেই যোগ দেন এতে। সঙ্গে ছিল শিশুরা। শিশু অধিকার, নিরাপত্তা ইত্যাদি নিয়ে বলেন অতিথীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com