শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ব্যাংকার হওয়ার স্বপ্ন শিশুর ( ভিডিওসহ)

হাঁটতে পারে না বলে মা অথবা বাবার কোলে চড়েই স্কুলে যেতে হয় ছোট্ট শিশু হানজালাকে।
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ব্যাংকার হওয়ার স্বপ্ন শিশুর ( ভিডিওসহ)

পাবনার ঈশ্বরদীতে পরিবারের সাথে বাস তার। পড়াশোনা করছে একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণিতে। কখনো বাবা, আবার কখনো মায়ের কোলে করে স্কুলে যাওয়া-আসা করে সে।

হানজালা হ্যালোকে বলে, “আমি বড় হয়ে ব্যাংকে চাকরি করব।"

দিনের অনেকটা সময় বড় ভাইয়ের দোকানে বসেও সময় কাটায় পাঁচ বছর বয়সী এই ছোট্ট শিশু। ভাইয়ের ফোন আর ল্যাপটপ চালাতে পটু সে।

তার বড় ভাই হারুন শেখ হ্যালোকে বলছিলেন, “ও সব সময় আমার সাথেই থাকে, আমার সাথে খেলেই সময় পার করে।"

কখনো খেলাধুলা করে, আবার কখনো বড়দের সাথে গল্প করে সে। 

তার বেশিরভাগ কাজ পরিবারের সদস্যরাই করে দেয় বলে জানায় বাবা হালিম শেখ।

তিনি হ্যালোকে বলেন, “ওকে কোলে করে স্কুলে নিয়ে আসতে হয়। ওর সব কাজ আমরাই করি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com