এমন অখণ্ড অবসর আর আসবে কি? (ভিডিওসহ)

অবরুদ্ধ এই সময়টা হতাশার মনে হলেও কেউ কেউ খুঁজে নিচ্ছে তার ইতিবাচক দিক। তারা ভাবছে এটাই সুযোগ।
এমন অখণ্ড অবসর আর আসবে কি? (ভিডিওসহ)

একাদশের শিক্ষার্থী প্রকৃতি শ্যামলিমার ভাবনাটাও এমন। নিজের পছন্দের সব কাজ করার এটাই সময় বলে মনে করছে সে।

বই পড়া, গাছের যত্ন নেওয়া, ছবি আঁকা, নাচ করা আর পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর এমন সুযোগ আর হয় না বলেই অভিমত তার।

বরিশালের মেয়ে প্রকৃতি হ্যালোকে বলছিল, “আমরা প্রায় তিন মাস ধরে অবরুদ্ধ আছি। প্রথম দিকে খুব হতাশ লাগত। বাইরে যেতে পারি না, আকাশ দেখতে পারি না। এভাবে মানুষ বাঁচতে পারে না। এরপর মনে হলো এমন অখণ্ড অবসর আর কখনো পাব না।"

 

সে যোগ করে, "নিজের ভালো লাগার কাজগুলো করার এইত সুযোগ। নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা টুকটাক যা পারি তাই করি। পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করে নেই সমস্ত কাজ।" 

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com