‘লকডাউন কাটছে ছবি এঁকে’

দীর্ঘ এই অবসর অনেকের কাছে বিরক্তিকর হলেও কেউ কেউ এই অলস সময়কে করে তুলেছে অর্থবহ। কেউ নেচে, কেউ গেয়ে, কেউবা রংতুলির আঁচড়ে।
‘লকডাউন কাটছে ছবি এঁকে’

তাদেরই একজন হলেন শ্রীমঙ্গল জেলার পার্থিব চক্রবর্তী সূর্য।

এবার জেলার ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছে ও। পড়াশোনার বাইরে ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ছিল অদম্য ইচ্ছা। সেই আগ্রহ থেকেই এসেছে শেখার প্রচেষ্টা। অদম্য ইচ্ছা শক্তির সাহায্যে সে এখন আঁকছে চমৎকার সব ছবি।

পার্থিব বলে, “আমার ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালো লাগে। এই লকডাউনে আমি আমার সব থেকে ভালো এবং পছন্দের ছবি এঁকেছি। অবসরটা ছবি এঁকেই কাটিয়ে দিতে ভালো লাগে।”

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আঁকায় দক্ষতার কমতি নেই তার। ভবিষ্যতে একজন ভালো চিত্রশিল্পী হবার ইচ্ছা পার্থিবের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com