জরুরি সেবার অফিসগুলোতে থাকতে হবে বাড়তি পরিচ্ছন্নতা (ভিডিওসহ)

জরুরি সেবার জন্য যেসব অফিস খোলা রয়েছে সেসব অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করার পরামর্শ দিয়েছেন আইইডিডিসিআর এর উপদেষ্টা মোস্তাক আহমেদ।
জরুরি সেবার অফিসগুলোতে থাকতে হবে বাড়তি পরিচ্ছন্নতা (ভিডিওসহ)

তিনি বলেন, “এসব অফিসের দরজার হাতল বার বার সাবান পানি দিয়ে মুছতে হবে বলে জানান তিনি।”

বলেন, মানুষ হাত দিয়ে কাজ করে, হাত বিভিন্ন জায়গায় লাগবেই। তাই কোনো কিছুতে হাঁচি কাশির ড্রপলেট লেগে থাকলে তা আমাদের হাতে লাগবেই। ওগুলো তো পরিষ্কার করবেনই তবে সবচেয়ে আগে নিজের হাত বারবার পরিষ্কার করতে হবে।

এছাড়া অফিস আদালতের চেয়ার টেবিল সাবান মিশ্রিত পানি বা জীবাণুনাশক দিয়ে যথাসম্ভব মুছে দিতে হবে এবং যে চেয়ারগুলোতে অনেক মানুষ বসে সেসব চেয়ার বারবার মুছতে হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com