পরিত্যক্ত শিশুপার্ক, বিপাকে শিশু (ভিডিওসহ)

একটি শিশু পার্কের অবস্থা যদি হয় ময়লা আবর্জনাতে ভরতি তবে শিশুদের স্বাস্থ্যহানী হবার সম্ভাবনা থাকে প্রবল। রাজধানীর মিরপুর ১২ এর ই ব্লক পার্কটি এমনই আবর্জনার ভাগাড় হয়ে দাঁড়িয়েছে।
পরিত্যক্ত শিশুপার্ক, বিপাকে শিশু (ভিডিওসহ)

ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াজুল বলে, “আমাদের আশেপাশে কোনো খেলার মাঠ নাই। আমাদের বাধ্য হয়ে এখানে খেলতে আসতে হয়। কিন্ত এখানে চারিদিকে শুধু ময়লা আবর্জনা।”

শিশু হাফিজুল বলে, আমরা এই পার্কে খেলতে পারি না। এখানে একটা স্লিপার আছে সেটাও ভাঙা। অপরিষ্কার পরিবেশ তাই রোগ ছড়ায় এখান থেকে।”

অভিভাবক সালেহা খানম বলেন, “এই পার্কের যেই অবস্থা সেখানে যদি আমাদের বাচ্চারা খেলতে আসে. তাহলে কী ভয়ানক অবস্থা হবে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। এর দায় ভার কী কেউ নেবে?”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com