বাসিন্দাদের কল্যাণে পাঠাগার (ভিডিওসহ)

[ইদানীংকালে হ্যালোতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনগুলো এ মাসের শুরুতেই ধারণ করা ছিল। এই সময়ে কোনো শিশু সাংবাদিককে বাইরে গিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হচ্ছে।]
বাসিন্দাদের কল্যাণে পাঠাগার (ভিডিওসহ)

রাজধানীর পল্লবীর বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে ‘হারুণ মোল্লাহ পাঠাগার’।

স্থানীয়দের উদ্যোগে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরি জ্ঞান পিপাসুদের জন্য এক আদর্শ স্থান হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, “এখানে আসার পরে আমি দেখলাম যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর। পড়ার জন্য যেমনটা দরকার এখানে ঠিক তেমনই। তাই আমি এখানে আসি।”

পাঠক মো. হানিফুল্লাহ বলেন, “আমি এখানে প্রতিদিনই আসি। যে যেমন বই চায় সে তেমন বই এখানে পাবে। এখানে বইগুলোর যত্নও নেওয়া হয় বেশ। এমন পরিবেশ পেয়ে আমি আনন্দিত।”

এই পাঠাগারটিতে রয়েছে কয়েক হাজার বিভিন্ন বিষয়ের বই। নানা বয়সী মানুষ প্রতিদিনই এখানে আসেন তাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে।

অগ্রণী কল্যাণ সমিতি ও হারুণ মোল্লাহ পাঠাগারের অফিস সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, “এখানে বাইরে বই এনে বই পড়ার সুযোগ নেই। তবে চাহিদানুযায়ী বই এখানে রয়েছে। এখানে পত্রিকা রাখা হয় পাঁচ থেকে ছয়টি। যে কেউ এসে এখানে পড়তে পারেন।”

পাঠাগারটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেকারণে নিয়োগ দেওয়া হয়েছে পরিচ্ছন্নকর্মী। এছাড়াও পাঠাগারটি আরও উন্নত করার বিষয়ে ভাবছেন স্থানীয় বাসিন্দারা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com