গাছই যেন বিলবোর্ড (ভিডিওসহ)

রাস্তার ধারে, মোড়ে মোড়ে বিভিন্ন রাজনৈতিক দল, দোকান, স্কুল-কলেজ, হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপন সম্বলতি প্লেকার্ড আর ফেস্টুনে ঢেকে যাচ্ছে গাছের শেকড় থেকে মাথা অব্দি।
গাছই যেন বিলবোর্ড (ভিডিওসহ)

বগুড়া শহরের চারপাশেই দেখা যাবে এমন চিত্র। পেরেকের আঘাতে যেন এই জীবন রক্ষাকারীরই জীর্ণ অবস্থা।

বগুড়ার কাহালু উপজেলার রেলওয়ে বটতলায় অবস্থিত শতবর্শী পাকুর গাছ দুটি যেন সাইনবোর্ডের গাছ। আপাদমস্তক হরেক রকমের বিজ্ঞাপনের ব্যানারে ঠাসা।

উদ্ভিদ বিশেষজ্ঞরা বলছেন, গাছে পেরেক লাগানো হলে গাছ থেকে গাছের লিপিড বেরিয়ে আসে। এতে করে গাছের বৃদ্ধি ব্যহত হয়। আবার অনেক সময় অল্প বয়সী গাছগুলো মারাও যায়। গাছ বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেই।

কাহালু পৌরসভার মেয়র ইতিপূর্বে পৌর এলাকার প্রধান প্রধান স্থানসহ কয়েকটি জায়গা গাছ থেকে এসব অপসারণ করলেও লাভ হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com