পট গানের তালে সচেতনতা (ভিডিওসহ)

রাজধানীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-৩০ এর জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে পট গানের তালে তালে প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
পট গানের তালে সচেতনতা (ভিডিওসহ)

সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়।

বাংলা পট গান পরিবেশন করেন উন্নয়ন সংস্থা রুপান্তরের শিল্পীরা। আগত কিশোরীরাও গলা মেলায় তাদের সঙ্গে।

লোকসংস্কৃতির মাধ্যমে শিশু সুরক্ষায় সচেতনতা গড়ে তোলা এই সংস্থাটির অন্যতম লক্ষ্য বলে জানা যায়।

শরীফুল ইসলাম নামে সংস্থাটির একজন কর্মীর সঙ্গে কথা হয়।

তিনি হ্যালোকে বলেন, “ইউনিসেফের অর্থায়নে বর্তমানে খুলনার ১১টা উপজেলায় আমরা শিশু সুরক্ষায় কাজ করছি। আমাদের দুইশ ১৬টি কিশোর-কিশোরী ক্লাব আছে। এই ক্লাবগুলো কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রোগ্রাম করে থাকে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com