কিশোর-কিশোরীরা সুস্থ জীবন পাবে: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিওসহ)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন আগামী দশ বছরের মধ্যে কিশোর কিশোরীরা নিরাপদ ও সুস্থ জীবন পাবে।
কিশোর-কিশোরীরা সুস্থ জীবন পাবে: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিওসহ)

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-৩০ সালের জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটিতে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, “কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবা এখন নিভৃত গ্রামে পৌঁছে গেছে। ক্লিনিকগুলোতে এখন ২৯ রকমের জরুরি ওষুধ ফ্রি করে দেয়া হচ্ছে। গ্রামীণ খেটে খাওয়া মানুষজন এই ২৯ রকমের ওষুধ বিনামূল্যে নিতে ও ব্যবহার করতে পারছে।”

কিশোর-কিশোরীর বিরুদ্ধে সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা, পুষ্টি এবং মানসিক স্বাস্থ্যকে সামনে রেখে ২০১৭ সালে প্রণয়ন করা হয় জাতীয় কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আ খ ম কাজী মহিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরুইজ।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com