ইতিহাসের জানান দিচ্ছে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ (ভিডিওসহ)

এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২০ এর অন্যতম আকর্ষণ হলো বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। মুজিব বর্ষ উপলক্ষে অন্যান্য বারের তুলনায় এবার প্যাভিলিয়নটি সাজানো হয়েছে নতুন করে।
ইতিহাসের জানান দিচ্ছে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ (ভিডিওসহ)

প্যাভিলিয়নের সামনেই বঙ্গবন্ধুর ভাস্কর্য দিয়েছে ভিন্নমাত্রা। যেই ভাস্কর্যটি ৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণেরই প্রতিকৃতি। প্রতিনিয়তই সেখানে দাঁড়িয়ে সেই অগ্নি মুহূর্তের সাক্ষী হতে তুলে নিচ্ছেন নিজের সাথে ছবি।

আগের বছরের মতো এবারো প্যাভিলিয়নের দুই গেটে রয়েছে দুটি বাগান। প্যাভিলিয়ন আকারে বড় করার পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এবং নেতৃত্বে প্রদানের প্রতিচ্ছবি উঠে এসেছে।

দর্শনার্থী প্রণব কর্মকার বলেন, “এখানে এসে একটি অন্যরকম অনুভূতি হচ্ছে। গত কয়েকবারের তুলনায় এবার অন্যভাবে প্যাভিলিয়নটি সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর জীবনী ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে।”

প্যাভিলিয়নে ঢুকলেই চোখে পড়বে বাবা-মেয়ের সেই হাস্যোজ্জ্বল ছবিতে লেখা ‘সোনার বাংলার স্বপ্নদ্রষ্টার সাথে উন্নত বাংলাদেশের কান্ডারি। বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনার তথ্য সেই ছবির পাশেই তুলে ধরা হয়েছে।

দর্শনার্থী মো. আলামিন ইসলাম বলেন,“এখানে ঘুরতে এসে এই প্যাভিলিয়নটি দেখলাম। জাতির পিতার পুরাতন এই ছবিগুলো দেখে এতই ভালো লাগছে যে,আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে।”

এক কোণায় তৈরি করা হয়েছে মাঝারি আকারের গ্যালারি, যেখানে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিনামূল্যে পাভিলিয়নটি সবার জন্য উন্মুক্ত।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com