‘সময় বাঁচাতে’ রেল লাইনে ঝুঁকিপূর্ণ চলাচল (ভিডিওসহ)

দূরত্ব কমাতে এবং সহজে গন্তব্যে পৌঁছাতে রেললাইন ধরে হাঁটেন বলে জানালেন রাজধানীর তেজগাঁও রেললাইনের নিয়মিত পথচারীদের কেউ কেউ।
‘সময় বাঁচাতে’ রেল লাইনে ঝুঁকিপূর্ণ চলাচল (ভিডিওসহ)

সম্প্রতি কথা হয় কয়েকজনের সঙ্গে।

পলাশ চন্দ্র রায় এই পথে নিয়মিত যাতায়াত করেন। তার অফিস মহাখালী হওয়ায় তিনি তেজগাঁও রেললাইন ধরে গন্তব্যে আসেন।

তিনি বলেন, “আমি এখান দিয়ে হাঁটি কারণ হলো, যানজট এড়িয়ে একটু তাড়াতাড়ি যাওয়া যায় তাই। রাস্তায় জ্যাম থাকায় এখান দিয়ে গেলে সুবিধা হয়।”

আশরাফ খান টিটু নামের একজন পথচারী বলেন, “রেললাইনে আসলে হাঁটা তো উচিৎ না কিন্ত, তারপরও আমরা অনেক সময় দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য আসি। তবে, এই রাস্তা দিয়ে আসার সময় আমাদের খেয়াল রাখতে হবে গাড়ি কোনদিক দিয়ে আসে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com