শিশুরা শিখছে ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য (ভিডিওসহ)

যৌন হয়রানি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন ব্র্যাক স্কুলে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে।
শিশুরা শিখছে ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য (ভিডিওসহ)

রোববার খিঁলগাওয়ের পশ্চিম নন্দিপাড়া ব্র্যাক স্কুলে গিয়ে দেখা যায়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভালো স্পর্শ খারাপ স্পর্শ বিষয়ে।

স্কুলটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হেলানা আক্তার বলে, “রাস্তাঘাটে কেউ স্পর্শ করলে আমরা বুঝতে পারি কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ।”

লিমা আক্তার জানায়, “ আমি আগে ভালো স্পর্শ খারাপ স্পর্শ সম্পর্কে বুঝতাম না, এখন আমি এ সম্পর্কে সব জানি।”

অভিভাবকরা বলছেন এতে সন্তানরা সচেতন হচ্ছে।

নুসরাত জাহান শিলার মা ইসমাত আরা বলেন, “আমরা বাসায় কখনো বাচ্চাদের সেভাবে ভালো স্পর্শ খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করি না। বাচ্চারা এখান থেকে সচেতন হতে পারছে।”

মেহনাজ আক্তার বলেন,  “এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারছে।”

পপি আক্তারের ছোট ভাই মোহাম্মদ তাওহীদ পড়ে এ স্কুলে।  তিনি বলেন, “ওদের সাথে যদি খারাপ আচরণ করা হয় তাহলে ওরা এখন আমাদের কাছে শেয়ার করতে পারবে।”

স্কুলের শিক্ষক  শাহনাজ আক্তার বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরাই এখানে পড়ে। এদের পরিবার থেকে সচেতন করার মতো কেউ নাই। তাই আমরা প্রতি সপ্তাহে এই বিষয়ে শিশুদের পড়াই। ওদের সচেতন করার চেষ্টা করি।”

বনশ্রী শাখার ব্র্যাক শিক্ষা কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন,  “শিশুদের প্রতি যৌন হয়রানী বন্ধ করতে তাদের সচেতন করার জন্য আমরা স্কুল পর্যায়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com