ক্যানভাসে বাংলাদেশের স্থাপত্য প্রদর্শনী (ভিডিওসহ)

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্থিরচিত্রের মাধ্যমে প্রদর্শীত হচ্ছে ‘বাংলাদেশ স্থাপত্য প্রদর্শনী।’
ক্যানভাসে বাংলাদেশের স্থাপত্য প্রদর্শনী (ভিডিওসহ)

স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশের স্থাপত্য ইতিহাসের এই প্রদর্শনী শুরু হয়েছে।

‘বিল্ড বাংলাদেশ’ শীর্ষক এই প্রদর্শনী  মানিক মিয়া অ্যাভিনিউসহ শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয় ও আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে।

বিদেশি স্থপতিদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি দেশের ঐতিহাসিক স্থাপত্যগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তেজগাঁও কলেজেরে ছাত্র মো. জিয়াউর রহমান কৌতূহলবশতই দেখতে এসেছেন।

তিনি বলেন, “আমি এখানে খুবই এনজয় করতেছি। কারণ, এখানে আমি যা দেখতে পাচ্ছি তা হয়তো আশেপাশে একসাথে দেখা যায় না। হয়তো ঘুরতে গেলে দেখা যেত। দেশের কোথায় কী আছে তাও দেখেতে পারছি।”

দর্শনার্থী মো. কাওসার বলেন, “ঘুরতে আসছিলাম সংসদের সামনে। এখানে এসে দেখলাম বাংলাদেশের সুন্দর সুন্দর সব আর্কিটেকচারগুলো দেখানো হচ্ছে।”

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও এশিয়ার স্থপতিদের সংগঠন আর্কএশিয়ার যৌথ আয়োজনে ২১টি দেশের স্থপতিদের সম্মেলন উপলক্ষে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com