বায়োস্কোপে প্রাণ প্রকৃতি দেখান যিনি (ভিডিওসহ)

এক সময় গ্রাম বাংলার বিনোদনের অন্যতম মাধ্যম বায়োস্কোপ হলেও ধীরে ধীরে তা যেন হারাতে বসেছে।
বায়োস্কোপে প্রাণ প্রকৃতি দেখান যিনি (ভিডিওসহ)

সম্প্রতি রাজধানীর জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে ডলফিন মেলা ২০১৯ এ দেখা মেলে বায়োস্কোপের।

বায়োস্কোপ দেখাচ্ছিলেন মো. আব্দুল হালিম সরদার নামের এক ব্যক্তি। এভাবেই তিনি জীবিকা নির্বাহ করেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বায়োস্কোপে সুন্দরবন, এখানে পশু পাখি দেখান।

তিনি হ্যালোকে বলেন, “আমরা সুন্দরবনের বিভিন্ন পশু দেখাই। মানুষ যাতে বিরল প্রজাতির মাছ, ডলফিন না ধরে সে সেজন্য এই ছবিগুলো দেখাই। আমরা চাই সুন্দরবন রক্ষা পাক।”  

কোনো মেলা বা অনুষ্ঠানে গেলে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ টাকা মতো আয় হয় তার। রাস্তায় ঘুরে দেখালে ৫০০ থেকে ৭০০ টাকার মতো আসে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com