এক পশলার জলাবদ্ধতায় নাকাল রাজধানী (ভিডিওসহ)

হালকা, মাঝারি অথবা ভারী, যেমনই বৃষ্টি হোক না কেন ঢাকা নগরীর বিভিন্ন স্থানে দেখা মেলে জলাবদ্ধতার। একটু বৃষ্টি হলেই তলিয়ে যেতে দেখা যায় রাজধানী অনেক জায়গা।
এক পশলার জলাবদ্ধতায় নাকাল রাজধানী (ভিডিওসহ)

বুধবারের বৃষ্টির পর গ্রিন রোডের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র।  

স্থানীয় বাসিন্দা শাহীন রহমান বলেন, “বৃষ্টিতে আমাদের অনেক রকমের সমস্যা হয়। পানিতে অনেক জীবাণু থাকে। যার মাধ্যমে আমাদের শরীরে নানা ধরনের পানিবাহিত রোগ হয়।”

পথচারী আল আমীন অনেকটা রেগে গিয়েই বললেন, “এই এলাকায় তো শত বছর ধরেই এই সমস্যা। সমস্যার সমাধান খবই জরুরী। চলাচলে নারী পুরুষ নির্বিশেষে সবারই সমস্যা হয়।”

স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী জাহিদুল ইসলাম অবশ্য এই পরিণতির কারণ হিসেবে দায়ী করলেন সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তাদের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com