জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট থাকায় জরাজীর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান।
জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪৩ নং থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের সংকট থাকায় ঝুঁকি নিয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা।

ভবনটি যেকোনো সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আদনান আরিফ হ্যালোকে বলে,'বৃষ্টি হলে ক্লাসে পানি পড়ে বই, খাতা ভিজে যায়। তাও স্যারেরা আমাদের ক্লাস করায়।’   

তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী মেশকাত আক্তার ইমু বলে, 'আমাদের স্কুলটা একটুও সুন্দর না। অন্য স্কুলগুলো অনেক সুন্দর রং করা ও দেখতেও ভালো লাগে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন হ্যালোকে বলেন, 'বিদ্যালয়টিতে তিন কক্ষ বিশিষ্ট পাকা ভবন রয়েছে যার দুইটিতে ক্লাস চলে আরেকটি শিক্ষকদের অফিস।

‘টিনশেড ক্লাস রুমগুলোর খুব খারাপ অবস্থা ফলে শিক্ষার্থীদের ক্লাস নিতে বিভিন্ন সমস্যা হচ্ছে।’ 

বিদ্যালয়ের পরিচালনা সভাপতি মোশাররফ হোসেন মন্টু বলেন, 'বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পর পাকা ভবনের দোতলায় তিন কক্ষের টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু ঠিকাদারের গাফলতির জন্য দীর্ঘ দিনেও কাজ শেষ হচ্ছে না।’ 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com