শ্রীমঙ্গলে অজগরের ডিম ফুটে বাচ্চা (ভিডিওসহ)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিতেশ বাবুর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ডিম ফুটে অজগরের বাচ্চা হয়েছে।
শ্রীমঙ্গলে অজগরের ডিম ফুটে বাচ্চা (ভিডিওসহ)

একটি মা অজগরের ৩০টি ডিমের ২৪টি ফুটে বাচ্চা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সিতেশ রঞ্জন দেবের ছেলে সজল দেব জানান, প্রায় দেড় মাস আগে অজগরটি ডিম পেড়ে তা দিতে বসে। দেড় মাস পর গত বুধবার সকালে সে ডিম থেকে সরে আসলে দেখা যায় কয়েকটি ডিম থেকে বাচ্চা ফুটছে। সর্বশেষ শুক্রবার পর্যন্ত ২৪টি বাচ্চা বেরিয়ে আসে।

এদিকে সাপের ডিম থেকে বাচ্চা বেড়িয়ে আসার খবরে শুক্রবার থেকে সেখানে ভিড় করছেন শিশু কিশোরেরা।

কাছাকাছি সময়ে সাপের বাচ্চাগুলোকে লাউয়াছড়া অথবা সাতছড়ি বনে অবমুক্ত করা হবে বলেন জানান সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com