হাঁস পালন করে স্বাবলম্বী আশরাফুল (ভিডিওসহ)

হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুরের দিনমজুর আশরাফুলের পরিবার।
হাঁস পালন করে স্বাবলম্বী আশরাফুল (ভিডিওসহ)

আশরাফুল জানান, পাঁচ/ছয় বছর ধরে তিনি হাঁস পালন করেন। তার খামারে রয়েছে ১১০টি হাঁস।

তিনি বলেন, “বর্ষাকালে ধানী জমির পানিতে বিভিন্ন কিট পতঙ্গ থাকায় খাদ্যের ব্যাপক জোগান থাকে। যার কারণে হাঁস পালনে কোনো রকম চিন্তা করতে হয় না।”

কম খরচে বেশি লাভ হওয়ায় আশরাফুলের দেখাদেখি অনেকেই হাঁস পালনে ঝুঁকছেন বলেও জানান তিনি।

আশরাফুলের ছেলে রাসেল বলেন, “তিন মাস লালন পালন করলেই হাঁস বেচার উপযুক্ত হয়ে যায়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com