ঝালকাঠিতে তাপদাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু-বৃদ্ধরা (ভিডিওসহ)

ঝালকাঠিতে গত কদিনের তীব্র তাপদাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।
ঝালকাঠিতে তাপদাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু-বৃদ্ধরা (ভিডিওসহ)

রোববার ঝালকাঠি জেলার তাপমাত্র ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কদিন এরচে তাপমাত্র বেশি ছিল।

জানা যায়, ঝালকাঠির একশ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ভর্তি থাকছে দেড়শ রোগী। বাড়তি চাপে অনেক রোগীর স্থান হচ্ছে হাসপাতালের মেঝেতে।

এছাড়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩২ জন রোগী। তবে ডায়রিয়া ওয়ার্ডটিতে বেড রয়েছে মাত্র ১৮টি।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম ফরহাদ বলেন, “বেশি করে ঠাণ্ডা পানি পান করার পাশাপাশি ইফতারে দেশীয় রসালো ফল খান। এতে শরীর সুস্থ থাকবে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com