নদী হয়েছে খাল, পাড়ে ফলছে ফসল (ভিডিওসহ)

জামালপুরের মেলান্দহের ঝিনাই নদীতে এখন চাষ হচ্ছে ফসল।
নদী হয়েছে খাল, পাড়ে ফলছে ফসল (ভিডিওসহ)

জানা গেছে, যমুনা নদী থেকে উৎপত্তি হয়ে জামালপুরে  ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এ নদীতে এক সময় ছোট-বড় নৌকায় করে মাঝিমল্লা ও সওদাগররা ছুটে চলতেন।জেলেরা মাছ ধরে আশপাশের বাজারে বিক্রি করতেন। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পলি জমার সঙ্গে সঙ্গে দীর্ঘদিনেও ড্রেজিং না করায় ঝিনাই নদী ভরাট হয়ে গেছে হয়ে গেছে সরু খাল।

সরেজমিন দেখা গেছে, নদীটি দৈর্ঘ্য-প্রস্থে কমে চিকন খালে পরিণত হয়েছে।

পানি সংকটে নদীতে মাছ না থাকায় দুই তীরে বসবাসকারী জেলেরা বেকার হয়ে পড়েছেন। মাঝিরাও জীবিকার প্রয়োজনে ছেড়ে দিয়েছেন বাপ-দাদার পেশা। পানির প্রবাহ না থাকায় তীরবর্তী মানুষরা নদীর বুকে ফসলের চাষ করেছেন। কেউ কেউ প্রথমে নদীর বুকে বীজতলা করেছেন, পরে সেসব বীজতলা থেকে চারা তুলে সেখানেই রোপণ করেছেন। কেউ বুনেছেন গম বা খেসারির বীজ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com