সিলেটে মেধা বৃত্তি পেল ৫০ শিক্ষার্থী (ভিডিওসহ)

‘শিক্ষার আলো জ্বালব, মেধায় দেশ ভরব’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে শিক্ষা ক্ষেত্রে সহায়তাকারী প্রতিষ্ঠান এম এ খান ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চতুর্থ  প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা বৃত্তি প্রধান করা হয়েছে।
সিলেটে মেধা বৃত্তি পেল ৫০ শিক্ষার্থী (ভিডিওসহ)

প্রতি বছর গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা শেষে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, মেডেল ও সনদ প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ফাউন্ডেশনের সদস্য আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি।

এর আগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ বৃক্ষ রোপন করেন অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিলেট গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জের মো. আব্দুর রহমান খান সুজা নিজ এলাকার শিক্ষা বিস্তারে ২০১৫ সালে নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন এম এ খান ফাউন্ডেশন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com