ফুলে ফুলে ছেয়ে গেছে শেরপুরের শহীদ মিনার (ভিডিওসহ)

সারাদেশের মতো শেরপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ফুলে ফুলে ছেয়ে গেছে শেরপুরের শহীদ মিনার (ভিডিওসহ)

জেলার চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভোরবেলা বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা প্রভাত ফেরিতে শহীদ মিনারে আসতে থাকে। সবার কণ্ঠে তখন একই সুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিশু সংগঠনগুলো আবৃত্তি, রচনা, সংগীত, সুন্দর হাতের লেখাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া ডিসি উদ্যান চত্ত্বরে বইমেলা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com