বাগেরহাটে জরাজীর্ণ প্রাথমিক, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান (ভিডিওসহ)

বাগেরহাটের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ বলে অভিযোগ করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাগেরহাটে জরাজীর্ণ প্রাথমিক, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান (ভিডিওসহ)

বাগেরহাট সদরের শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, তিন বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পরেও নতুন ভবন নির্মান করা হয়নি। পলেস্তারা খসে পড়া, জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শতাধিক শিক্ষার্থী।

একই অবস্থা জেলার নয় উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। কোথাও ক্লাস নেওয়া হচ্ছে বারান্দায়, আবার কোথাও নেওয়া হচ্ছে টিনশেডের নিচে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের।

তবে সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com