দুই শিশুর নার্সারি (ভিডিওসহ)

ফুল ও গাছের প্রতি ভালোবাসা থেকে পড়ালেখার পাশাপাশি বাড়ির সামনের খোলা জায়গায় ছোট পরিসরে নার্সারি গড়ে তুলেছে দুই শিশু।
দুই শিশুর নার্সারি (ভিডিওসহ)

শেরপুর জেলার খরমপুরের ছেলে ইনজামামুল হক স্বাধীন এবং নিনাদ রহমান শেরপুর নার্সারি নামের এই নার্সারিটি গড়ে তুলেছেন। তারা সম্পর্কে ভাই।

ছোট এ নার্সারিতে তারা উৎপাদন করছে বিভিন্ন রকমের ফুল গাছ ও শীতকালীন শাক সবজির চারা।

স্বাধীন বলে, তার নার্সারিতে গাদা, রঙ্গন, গোলাপ, কসমস ও সিলভিয়াসহ নানা জাতের দেশি বিদেশি চারা পাওয়া যায়।

এছাড়া ফল ও সবজির মধ্যে আছে স্ট্রবেরি, কমলা, ব্রকলি, লেটুসসহ নানা জাতের ফল ও সবজির চারা।

নিনাদ বলে, বড়দের মাধ্যমে বগুড়া, সিরাজগঞ্জ, যশোর ও দক্ষিনাঞ্চলীয় এলাকা থেকে চারা কিনে আনে ওরা।

তাদের অভিভাবক নাজমুল হক সন্তুষ্ট শিশুদের এমন অসাধারণ উদ্যোগে।

এই জায়গাটি এখন পরিণত হয়েছে ছোট ছোট শিশুদের আনন্দ ও শখের জায়গায়। বিকাল হলেই অনেক শিশু ফুল ও চারা কিনতে ভিড় জমায় স্বাধীন ও নিনাদ ভাইয়ার শেরপুর নার্সারিতে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com