ঠাকুরগাঁওয়ে ২ দিন ব্যাপী পিঠা উৎসব (ভিডিওসহ)

ঠাকুরগাঁও শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে সদর উপজেলার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে দুইদিন ব্যাপী পিঠা উৎসব হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ২ দিন ব্যাপী পিঠা উৎসব (ভিডিওসহ)

আয়োজনকরা বলেন, ঋতু বৈচিত্র ও অসাম্প্রদায়িক বাংলার উৎসব হিসেবে ১০ বছর ধরে এই পিঠা উৎসব পালন করা হচ্ছে।

‘শেকড়ের সন্ধানে হৃদয়ের টানে’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এই উৎসব হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান স্বাদের পাঁচশতাধিক বাহারী পিঠা, পুলি প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক আখতারুজ্জামান সাবু, পুলিশ সুপার মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন জাদুঘরের চেয়ারম্যান ড. শহিদ উজ জামান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com