সততা স্টোর (ভিডিওসহ)

ছাত্র অবস্থায় নৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
সততা স্টোর (ভিডিওসহ)

শিক্ষার্থীদের সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই সততা স্টোর স্থাপন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন হলে দেশ ও জাতি অনেক এগিয়ে যাবে।

নৈতিকতা চর্চার উদ্দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিদ্যালয়ের এই সততা স্টোর তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শ নাগরিক গঠনের দৃষ্টান্ত সৃষ্টি করবে।

দুদকের বিভাগীয় কমিশনার আবুল হাসান বলেন, বর্তমান প্রজন্মকে সৎ নিষ্ঠাবান করে গড়ে তুলতে সরকারের এমন উদ্যোগ আগামী প্রজন্মের জন্য আশির্বাদ।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com