নিরাপদ ইন্টারনেট নিয়ে ইউনিসেফের কর্মসূচি

নিরাপদ ইন্টারনেট ও সব শিশুর জন্যে সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ‘বি স্মার্ট ইউজ হার্ট’ নামের একটি যৌথ কমসূচির আয়োজন করেছে ইউনিসেফ বাংলাদেশ ও গ্রামীণফোন। 
নিরাপদ ইন্টারনেট নিয়ে ইউনিসেফের কর্মসূচি

চলতি বছরের জুন মাসে শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ক কমসূচিটি চালু হয়েছে। 

কমসূচিটির আওতায় অন্তর্ভুক্ত স্কুলগুলোতে ইন্টারনেট ব্যবহার করে নিরাপদভাবে শিক্ষা লাভের উপায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১১ থেকে ১৬ বছর বয়সী চার লাখ শিশু এবং ৭৩ হাজার শিক্ষক ও অভিভাবক কর্মসূচির মাধ্যমে নিরাপদ ইন্টারনেট বিষয়ে সচেতন হয়েছে। 

আয়োজনের মাধ্যমে শিশু সুরক্ষা বিষয়ক চাইল্ড হেলপ লাইন - ১০৯৮'এ নিরাপদ ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার পাশাপাশি হেল্প লাইন ব্যবহারেও শিশু ও তাদের অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। 

সোমবার "বাংলাদেশের সকল শিশু'র জন্যে নিরাপদ ইন্টারনেট" শীর্ষক আলোচনায়  আলোচক ও শ্রোতারা তাদের সহযোগিতামূলক প্রচেষ্টার অর্জন তুলে ধরেন। 

আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ-উল-হক, মহাপরিচালক প্রফেসর ড.  সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, স্যার জন উইলসন স্কুলের অধ্যাপক সাবরিনা সাহেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com