নেত্রকোণায় শতভাগ বিদ্যুতায়নে আতশবাজি উৎসব (ভিডিওসহ)

নেত্রকোণার আটপাড়া উপজেলা শতভাগ বিদ্যুতায়নে আতশবাজি উৎসব, আলোচনাসভা,ও সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে।
নেত্রকোণায় শতভাগ বিদ্যুতায়নে আতশবাজি উৎসব (ভিডিওসহ)

শুক্রবার ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের মধ্যে  নেত্রকোণার আটপাড়া ও খালিয়াজুরী  উপজেলা উদ্বোধন করেন।

এ উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতি ও আটপাড়া উপজেলা প্রশাসন  শুক্রবার সন্ধ্যা থেকে মধ্য রাত নাগাদ এই আনন্দ আয়োজন করে।

উপজেলা পরিষদের পাবলিক হলে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার,  নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব শফিকুল আলম খানসহ অন্যরা।

আলোচনা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। পরে আটপাড়া খেলার মাঠে আতশবাজি উৎসব হয়।

নেত্রকোণা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমান জানান, ১২৩ কোটি টাকা ব্যয়ে উপজেলার ২০৮টি গ্রামের ৭৬৭ কিলোমিটার লাইন নির্মাণ করে ২৭ হাজার ৫০৩টি সংযোগ দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com