মৌলভীবাজারে রাসলীলা (ভিডিওসহ)

শ্রীকৃষ্ণ ও রাধার বিভিন্ন কাহিনী তুলে ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো শ্রীকৃষ্ণের রাসলীলা।
মৌলভীবাজারে রাসলীলা (ভিডিওসহ)

জেলার হাওর গ্রামের রাধা মাধব মন্দিরে আয়োজন করা হয় এ রাস উৎসব।

মনিপুরী সম্প্রদায়ের প্রধান এ উৎসব যেন নতুন প্রজন্ম ধরে রাখে তাই তাদের উৎসাহ দিয়ে  কার্তিক পূর্ণিমার আগেই আয়োজন করা হয় এ বিশেষ রাস উৎসবের।

ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজিত এই রাসলীলায় শ্রীকৃষ্ণ, রাধিকা ও বৃন্দার সাথে ছিলেন আরো আট জন গোপী।

এই রাসলীলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হোন।

প্রতিবছর দুর্গাপূজার নবমী তিথিতে মুনিপুরী অধিবাসীদের বিশেষ মনোসকামনায় এই রাসের আয়োজন করেন।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com