দুর্গা পূজা সামনে রেখে ব্যস্ততা পাল পাড়ায় (ভিডিওসহ)

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা।
দুর্গা পূজা সামনে রেখে ব্যস্ততা পাল পাড়ায় (ভিডিওসহ)

তাই পূজাকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পাল পাড়ায়।

পাল পাড়ার প্রতিটি বাড়িতে গিয়েই দেখা যায় বাড়ির নারী, পুরুষ সবাই প্রতিমা বানাতে ব্যস্ত।

সেখানে দূর-দূরান্ত থেকে অনেকে এসেছেন প্রতিমার বায়না দিতে।

প্রতিমা বায়না দিতে আসা শ্যামল কুমার বলেন, তিনি উল্লাপাড়া থেকে এসেছেন। "সিরাজগঞ্জ জেলার মধ্যে এখানেই সবচেয়ে সুন্দর প্রতিমা বানানো হয়।"

শিল্পীদের সংগে কথা বলে জানা যায়, প্রতি বছরই এখানে ৫০০ থেকে ৬০০ টি প্রতিমা বানানো হয়। এখান থেকে পরে জেলার বিভিন্ন জায়গায় প্রতিমা নিয়ে যাওয়া হয়।

মৃৎ শিল্পী সঞ্জিত পাল বলেন, তার হাতে গত বছরের তুলনায় এবার কাজ বেশি।  তারা ঠিক ভাবে কাজ করে যাচ্ছেন এবং সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন।

পলান পাল জানান খড় ও সুতার দাম বেশি হওয়ায় তাদের একটু সমস্যা হচ্ছে তিনি দিন রাত পরিশ্রম করে কাজ করছেন ।

আনু পাল নামের আরেক শিল্পী বলেন, এবার তিনি ১৫টি প্রতিমা বানাচ্ছেন এবং এবারের প্রতিমাগুলোর দাম একটু বেশি।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com