বগুড়ায় মীনা দিবস পালিত (ভিডিওসহ)

বাংলাদেশের অন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো বগুড়াতেও মীনা দিবস পালিত হয়েছে।
বগুড়ায় মীনা দিবস পালিত (ভিডিওসহ)

বগুড়ার কাহালুতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন,“এ উপলক্ষে আমরা উপজেলার ১১৪টি প্রথমিক বিদ্যলয়ে গত অর্থবছরে প্রায় ১৪লক্ষ টাকা ব্যয়ে ঠিফিন বক্স বিতরণ করেছি।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল ইমন বলেন, মীনা কার্টুন দেখে বিশেষ করে শিশুরা মীনার আদর্শ, শিক্ষা, তার রূপরেখা ধারণ করছে।

“আমরা দেখতে পাই অধিকাংশ অনুন্নত দেশের শিশুরা দারিদ্রতার করণে লেখাপড়া করতে পারে না। কিন্তু মীনা এ বাধা থেকে বেরিয়ে এসে তার পাখি মিঠু, ছোট ভাই রাজু ও খেলার সাথীদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য অন্যদের সচেতন করে, অন্যের ভালো কাজে সাহয্য করে।

“আজকের এই মীনা দিবসে শিশুরা মীনার শিক্ষামূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হচ্ছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com