লিচু বেচে ঈদের জামা (ভিডিওসহ)

ঠাকুরগাঁওয়ে লিচু বাগানগুলির ঝরেপড়া লিচু কুড়িয়ে সেগুলি বেচে ঈদের জামা-কাপড় কিনবে শিশুরা।
লিচু বেচে ঈদের জামা (ভিডিওসহ)

শহরের রোড এলাকার একটি লিচু বাগানে সরেজমিনে দেখা যায়, একদল শিশু সেই বাগানে ছোটাছুটি করে ঝরেপড়া লিচু সংগ্রহ করছে।

তাদের কাছে জানা যায়, পাশের মুন্সিরহাট বাজারে গিয়ে এগুলি বেচে যে টাকা পাবে তা দিয়েই কিনবে ঈদের জামা।

রিদীকা আক্তার রুমু ক্লাস ফোরে পড়ে। ও জানায়, রোজ ভোরবেলায় বন্ধুদের নিয়ে লিচু কুড়িয়ে বিক্রি করছে।

ক্লাস থ্রিতে পড়ে রানা ফেরদৌস। 'পাঁচ ছয়জন বন্ধু মিলে প্রায় এক টুকরি লিচু তারা কুড়াই। এরপর সেই লিচু চার থেকে পাঁচশ টাকায় বেচি', বলে ও।

লিচু বেচেই একটি সাইকেল কেনার স্বপ্ন দেখছে তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম আহমেদ।  

লিচু বাগানের ম্যানেজার শরিফুল ইসলাম জানান, প্রত্যেকদিন এলাকার ছোট ছোট ছেলে-মেয়ে তাদের লিচু বাগানে এসে রাতের ঝরা লিচু কুড়িয়ে সেগুলো বিক্রি করে।

লিচু দোকানী শাহীনা আক্তার বলেন, লিচু বেচে তিনি সংসার চালানোর পাশাপাশি ছেলেমেয়েদের ঈদের কাপড় কিনে দেবেন বলে আশা করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com