সংকটে নেত্রকোণার শরীফ একাদশ ফুটবল একাডেমি (ভিডিওসহ)

দেশের সেরা সব ফুটবল একাডেমিকে হারিয়ে দেশ ‘সেরা’র তকমাটা নিজেদের করে নিয়েছে নেত্রকোণার শরীফ একাদশ ফুটবল একাডেমি। তবে নানা সংকটে প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে চলছে।
সংকটে নেত্রকোণার শরীফ একাদশ ফুটবল একাডেমি (ভিডিওসহ)

নেত্রকোণার পূর্বধলার প্রত্যন্ত এলাকা আগিয়া গ্রাম। এই গ্রামেই রয়েছে শরীফ একাদশ ফুটবল একোডেমি।

একাডেমির প্রশিক্ষক জানান, এ প্রতিষ্ঠানের নাই কোনো কার্যালয়, সাইনবোর্ড, নিজস্ব মাঠ বা খেলোয়াড়দের প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জাম।  

এলাকাবাসীরা বলেন, প্রতিষ্ঠানটি এলাকার গৌরব। সরকারি সহযোগিতা পেলে দেশের ফুটবল অঙ্গনে অবদান রাখবে আমাদের ছেলেরা।”

ফুটবলার প্রশিক্ষক আব্দুল বারেকের ছেলে আজিজুল বারি শরীফ জানান, ১৯৮৯ সালে সেখানে শিশুদের ফুটবলার হিসেবে তৈরি করার উদ্যোগ নেন তার বাবা। গ্রামের এক স্কুলমাঠে এলাকার শিশুদের নিয়ে নিজেই প্রশিক্ষণ দেওয়া শুরু করেন বারেক। বছর পাঁচেকের মধ্যে অর্থাভাবে প্রশিক্ষণের কাজ থমকে যায়। পরে আজিজুল একটি দোকান চালানোর পাশাপাশি ২০১৪ সাল থেকে নিজে দায়িত্ব নিয়ে আবার শুরু করেন প্রশিক্ষণের কাজ।       

এলাকার মানুষের দান অনুদানে চলা একাডেমিটি বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ-১৩ ফুটবল টুর্নামেন্ট ২০১৮-র ময়মনসিংহ বিভাগের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। একাডেমিটির খেলোয়াড়রা টুর্নামেন্টে  ঢাকা, বরিশাল, চট্রগ্রাম, রংপুর, খুলনা দলকেও হারায়।  

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com