ধান নয় আমে লাভ চাষির (ভিডিওসহ)

ধান, গমসহ অন্যান্য ফসলে বারবার লোকসান হওয়ায় ঠাকুরগাঁওয়ে আম বাগান করার দিকে ঝুঁকছে কৃষকরা।
ধান নয় আমে লাভ চাষির (ভিডিওসহ)

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমরুপালি জাতের আমের চাহিদা ও দাম ভাল থাকায় কৃষকেরা ওই জাতের আম বাগান করতে আগ্রহী হচ্ছেন।

যার নিজের করার ক্ষমতা নেই তিনি আম চাষিদের কাছে জমি ইজারা দিচ্ছেন।

চাষিরা জানান, এক বিঘা জমিতে আম গাছ লাগনো যায় কমপক্ষে একশ ৬০টি। তিন বছরের মাথায় প্রতিটি গাছ থেকে ২০ কেজি আম পাওয়ায় যায়।

ঠাকুরগাঁও জেলার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে পীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর আগে আমের বাগান ছিল ৫০ হেক্টর জমিতে। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে নয়শ ৮০ হেক্টরে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com