দুর্ভোগ ছড়াচ্ছে ময়লার ভাগাড়

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর আমিনা ময়েন আলিম মাদ্রাসার মূল গেটের সামনে ময়লার ভাগাড় থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও পথচারিরা দুর্ভোগ পোহাচ্ছেন। 
দুর্ভোগ ছড়াচ্ছে ময়লার ভাগাড়

ঘুরে জানা যায়, মথুরাপুর বাজারের যাবতীয় আবর্জনা এখানে ফেলা হয়।

মাদ্রাসাটির দ্বাদশ শ্রেণির ছাত্র মোমিন অভিযোগ করে বলে, “আমরা আবর্জনার দুর্গন্ধে ক্লাস করতে পারি না।”

এ এলাকায় সামান্য বৃষ্টি হলেই মাদ্রাসার মাঠে পানি জমে যায়। তখন আরো বেশি দুর্ভোগ পোহাতে হয় বলে জানান তিনি।

মাদ্রাসার সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন বলেন, “আমরা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অফিসে থাকতে পারি না এবং ক্লাস নিতেও প্রচুর অসুবিধা হয়।”

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, “আমরা বাজার ইজারাদারদের বলেছি কিন্তু তারা কিছু করেনি। কোনো সমাধান আমরা পাইনি। আমরা উপজেলা কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছি।”

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হ্যালোকে বলেন, “এ সম্পর্কে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। আসলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com