ধান মাড়াইয়ের কাজে শিশুরা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াইয়ের কাজ করছে শিশুরা।
ধান মাড়াইয়ের কাজে শিশুরা

সম্প্রতি কামারখন্দের ভদ্রঘাট গ্রামে গিয়ে দেখা যায়, শিশুরা বাবা মাকে সাহায্য করার জন্য নিজেরাই ধান মাড়াই করছে।

কথা বলে জানা যায়, মায়ের পরিশ্রম কমানোর জন্য পড়াশোনার পাশাপাশি এ কাজ করছে তারা।

হ্যালোর সাথে বেশ কিছু শিশু ও অভিভাবকের কথা হয়।

শিশু মাহফুজ বলে, “নিজের ইচ্ছাতেই ধান মাড়াই করছি। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করছি।”

সজিব নামের আরেক শিশু বলে, “এই কাজটা তেমন কঠিন না। বাবা মাকে সাহায্য করতে ভালো লাগে।”

পরিবারের সবাই কষ্ট করে তাই তাদের সঙ্গে হাতে হাতে কাজ করে আকাশ।

অভিভাবক আসাদুল খান হ্যালোকে জানায়, বাড়ির ছেলেরা খুশি মনেই ধান মাড়াই করছে। আর লেখাপড়া বাদ দিয়ে তারা এ কাজ করায় না।

আরেক অভিভাবক আকরাম খান জানায়, ধান মাড়াই একদিনের কাজ। এখন ধান মাড়াইয়ের মেশিন আছে। এই কাজ করতে শিশুদের খুব একটা শ্রম দিতে হয় না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com