সাতক্ষীরায় মুন্ডা শিশুরা মাতৃভাষায় বই চায়

সাতক্ষীরার জেলার বিভিন্ন অঞ্চলে রয়েছে মুন্ডাদের বাস। সেখানে শিশুরা নিজের ভাষায় শিক্ষা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা নিজের ভাষায় বই চায়।
সাতক্ষীরায় মুন্ডা শিশুরা মাতৃভাষায় বই চায়

সম্প্রতি হ্যালো তাদের এলাকায় গিয়ে দেখে, শিক্ষা প্রতিষ্ঠানে নাই তাদের ভাষায় কোন বই। বর্তমান প্রজন্মের মুন্ডা শিশুরা নিজেদের ভাষা বলতে পারছে না। নাগরিক জীবনে হারিয়ে যেতে বসেছে তাদের ভাষা। তাই তাদের ভাষায় বই প্রকাশের দাবি জানিয়েছে তারা।

অত্যন্ত দরিদ্র এ সম্প্রদায় নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য অমানবিক পরিশ্রম করে। তারপরেও সন্তানদের তারা দারিদ্র্যের কারণে আর সহযোগিতার অভাবে নিজেদের ঐতিহ্যের ধারায় মানুষ করে তুলতে পারছেন না বলে জানান এলাকার মানুষ।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম হ্যালোকে বলেন, 'আদিবাসীদের ভাষার মর্যাদা রক্ষার ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।'     

বাংলাদেশে ৪৫টিরও বেশি আদিবাসী সম্প্রদায়ের বাস। সাতক্ষীরার কাছে সুন্দরবন সংলগ্ন নদীর তীর ও খাস জমিতে, তালার বাঘখালীতে আদিবাসী মুন্ডা সম্প্রদায় বসবাস করছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com