শিশুদের অনুপযোগী ভিডিও, শঙ্কায় অভিভাবক

ইউটিউবে শিশুদের অনুপযোগী ভিডিও শিশুদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অনেক অভিভাবক।
শিশুদের অনুপযোগী ভিডিও, শঙ্কায় অভিভাবক

সম্প্রতি অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করা হয় অশ্লীল ভিডিও। যার ফলে অনেকটাই ব্যাহত হচ্ছে শিশুদের নিরাপদ ইন্টারনেটের ব্যবহার।

সন্তান ইন্টারনেটে কী দেখছে আর কী শিখছে তাই নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় থাকেন অভিভাবকরা। এমনটাই জানান তারা।

এক অভিভাবক বলেন, "আমার ছোট ছেলে স্কুল থেকে ফিরে সারাদিন মোবাইলে ডুবে থাকে। কিছু জিজ্ঞেস করলে বলে, 'বাবা আমি অঙ্ক শিখি'।

"কিন্তু আমার চিন্তা হয় ও কি ভালো কিছু শিখছে নাকি খারাপ কিছু শিখছে?"

ইউটিউবকে ভালো কাজে লাগালে শিশুরা অনেক কিছুই শিখতে পারবে বলে মনে করছেন প্রযুক্তিবিদ ফকর উদ্দিন মানিক। তিনি হ্যালোকে বলেন, “ইউটিউবাররা যদি শিশুসহ সবার জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করে তাহলে তাদের জনপ্রিয়তা ও উপার্জন দুটোই বাড়বে।”

এতে অভিভাবকদের সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি।

এ বিষয় নিয়ে হ্যালোর কথা হয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। তাদের মতে, ইউটিউবে শিক্ষণীয় ভিডিওর তুলনায় শিশুদের অনুপযোগী ভিডিও বেশি। মাঝে মাঝে কৌতূহলবশত দেখেও ফেলছে তারা।

দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্র বলে, 'ভিডিওর উপরে টাইটেল হিসেবে লেখা থাকে ১৮+। এতে সবাই কিন্তু কৌতূহলী হয়ে যায়।'

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com