বগুড়ায় যৌন নিপীড়ন বিরোধী দিবসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিওসহ)  

বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে বগুড়ার কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় যৌন নিপীড়ন বিরোধী দিবসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিওসহ)  

সম্প্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় আটশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাল্যবিয়ে, মাদক এর খারাপ দিক তুলে ধরে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত আহমেদ হ্যালোকে বলেন, “আমরা মানুষকে যৌন নিপীড়ন কি এবং প্রতিবাদের ব্যাপারে বলেছি।

প্রধান শিক্ষক এফএমএ সালাম বলেন, “আমাদের সমাজ থেকে বাল্যবিয়ে ও মাদকের মতো ব্যাধি দূর করতে হবে। এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com