দাইয়ের হাতে প্রসবে নবজাতকের ঝুঁকি (ভিডিওসহ)

গ্রামে এখনও অদক্ষ দাইয়ের হাতে সন্তান প্রসব করাতে গিয়ে নানা দুর্ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন ওয়াকিবহাল এক ডাক্তার।
দাইয়ের হাতে প্রসবে নবজাতকের ঝুঁকি (ভিডিওসহ)

সাতক্ষীরার গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. রোকেয়া গুলশান আরা বলেন, ‘আমাদের দেশে অদক্ষ দাইয়ের হাতে মা ও নবজাতক দুজনেরই মৃত্যুঝুঁকি বাড়ে। কেননা তারা জানেন না, কীভাবে এবং কতক্ষণের মধ্যে ডেলিভারিটা করাতে হবে।  

প্রসবের সময় দাইরা অহেতুক তাড়াহুড়া করেন, আর তাদের অতিরিক্ত চাপাচাপিতে অনেক শিশু মাথায় আঘাত পায়। শিশুর হাত-পা ভাঙার ঘটনাও ঘটতে দেখা গেছে বলে তিনি হ্যালোকে জানান।

প্রসবের সময় দাইরা নিজেরাও নিরাপদ বা জীবাণুমুক্ত থাকেন না, শিশুর নিরাপত্তাটাও বোঝেন না। আর জন্মের পর নবজাতকের নাভিতে তারা নানারকম ওষুধ দিয়ে থাকেন অথবা কিছুই দেন না।, বলেন বিশেষজ্ঞ সার্জন।

তিনি আরও জানান, যে সিজার বা ব্লেড দিয়ে তারা নাড়ি কাটেন সেটাকেও নিরাপদ করে নিতে জানেন না। কারণ তাদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয় না,

দাইদেরদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে করে তারা নিরাপদে ডেলিভারি করাতে পারেন বলে তিনি পরামর্শ দেন।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com