নেত্রকোণায় কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের বিরুদ্ধে মানববন্ধন (ভিডিওসহ)

নেত্রকোণায় কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের বিরুদ্ধে মানব্বন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
নেত্রকোণায় কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের বিরুদ্ধে মানববন্ধন (ভিডিওসহ)

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল ভবনের সামনে মানববন্ধন করা হয়েছে।

‘কোচিং বাণিজ্য ও গাইড বই বিক্রি একটি দুর্নীতি; আসুন এর বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হই' শিরোনামে মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্তত আটটি ব্যানার নিয়ে নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া বলেন, “কোচিং ও গাইড বই বিক্রি বাণিজ্য শুধু দুর্নীতি নয়, অনেক দুর্নীতির উৎসও। কোচিং দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এ জাতীয় দুর্নীতি প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হলে নেত্রকোণায় কোচিং বাণিজ্য ও গাইড বই বিক্রি অবশ্যই বন্ধ করা সম্ভব হবে।”

তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামানা করেন।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম বলেন, “শহরে ব্যাঙের ছাতার মতো দিন দিন কোচিং সেন্টার গড়ে উঠছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন নজর দিচ্ছে না। স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে ওই সময়ে কোচিংয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে।”

রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, “শহরে একটি কোচিং সেন্টারের মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও অন্য একজনকে নামমাত্র সামনে রেখে কোচিং বাণিজ্য করে অল্প দিনেই কোটি কোটি টাকা লুটে নিচ্ছেন। অথচ প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।”

বক্তরা স্কুল-কলেজ চলাকালীন কোচিং বন্ধ রাখার দাবি জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com