একাধিক সংকটে শেরপুর গার্লস স্কুল (ভিডিওসহ)

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষকের অভাবসহ অন্য অনেক সমস্যার অভিযোগ পাওয়া গেছে।
একাধিক সংকটে শেরপুর গার্লস স্কুল (ভিডিওসহ)

সম্প্রতি হ্যালোর সাথে কথা হয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে।

একজন শিক্ষার্থী জানায়, রুটিন অনুযায়ী বিজ্ঞান ক্লাস থাকলেও শিক্ষক সে ক্লাস করাতে পারেন না।

অপর শিক্ষার্থী অভিযোগ করে, ‘টয়লেট আছে তবে খুব অপরিচ্ছন্ন। আর শ্রেণিকক্ষের পাশে হওয়ায় দুর্গন্ধে ক্লাস করতে পারি না।’

শিক্ষার্থীদের অনুপাতে অপরিসর কম্পিটার ল্যাব নিয়ে অভিযোগ করে একজন শিক্ষার্থী জানায়, সেখানে তাদের গাদাগাদি করে ক্লাস করতে হয়।

‘শ্রেণির ৬০ জনের মধ্যে ২০ জন ল্যাবে ক্লাস করতে পারে’, বলে সে।

প্রয়োজনীয় মাল্টিমিডিয়া ক্লাস না হওয়া প্রসঙ্গে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে মাল্টিমিডিয়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষার উন্নয়ন সম্ভব হবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com