টানা বৃষ্টিতে বাগেরহাট জলাবদ্ধ

একটানা দুদিনের বৃষ্টিতে বাগেরহাট শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
টানা বৃষ্টিতে বাগেরহাট জলাবদ্ধ

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে শুক্রবারেও থামেনি। এতে করে শহরের সড়ক ও ঘরবাড়িতে পানি উঠে যানচলাচলে বিঘ্ন ঘটেছে।

এছাড়া নদীতে জোয়ার আসায় স্লুইস গেইটগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে বৃষ্টির পানি বেরিয়ে যেতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।

একজন এলাকাবাসী বলেন, "শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হইয়েছে। জোয়ারে কারণে সুইচগেট বন্ধ হইয়ে যাওয়ায় টাউন তলায় যায়।"

বৃষ্টির কারণে পুকুর ও মাছের ঘের ভেসে মাছ বেরিয়ে যায়। এই মাছ ধরতে রাস্তায় জাল পাতে এলাকাবাসী। মাছ ধরতে বড়দের থেকে শিশুদের উংসাহ বেশি লক্ষ করা যায়। তারা গামছা, প্লাস্টিকের নেট, ওড়না দিয়ে রাস্তার জমে থাকা পানিতে মাছ ধরে। 

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com