শিশুর গড়া ছাদের বাগান পূরণ করছে চাহিদা

ঝালকাঠিতে ছাদের বাগানে ফলজ, ঔষধি, সবজিসহ অনেক ফুলের গাছ রয়েছে। হাড়ি-পাতিল, ড্রাম আর টবে টবে ছাদ বাগান গড়ে তুলেছে শিশু সারা।
শিশুর গড়া ছাদের বাগান পূরণ করছে চাহিদা

জেলার শহীদ স্মরণীতে নিজেদের এককাঠা দোতালা দালানে থাকে নুসরাত জাহান সারা সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে।

সারা জানায়, তার বাবা মাহাবুব আলম থাকেন প্রবাসে। আর মা আয়শা মাহাবুব এবং বড় ভাই পলক  তাকে সব সময় বাগান তৈরি এবং পরিচর্যায় সাহায্য করে আসছে।

সারা বলে, ‘গাছ আমার খুব ভাল লাগে। তাই বাগান করেছি। আমার বাসার নিচে তেমন জমি নেই। তাই ছাদের ওপর বাগান করেছি।’

সারার মা বলেন, ‘আমাদের বাগানে ফুল-ফল, সবজিসহ নানা প্রজাতির শতাধিক গাছ আছে।’

তিনি জনান, কমলা, পেয়ারা, আনার সহ নানা রকম ফলের গাছ আছে। ফুলের মধ্যে সন্ধ্যামনি, নাইট কুইন, চন্দ্রমল্লিকা, গন্ধরাজ, স্টারফিস, অ্যলোভেরাসহ আরও অনেক গাছ, সারার। বেগুন, বরবটি, লাউ, করলাসহ আছে নানা শাক-সবজি। রয়েছে ঔষধি গাছও। ড্রাগন ফলের মতো বিদেশি ফলের গাছও আছে।

মেয়ে সারা সম্পর্কে তিনি বলেন, ‘ স্কুলের পর অবসর সময় মেয়ে ছাদের বাগান নিয়েই থাকে। এতে ওর মন ভাল থাকে। প্রকৃতির সান্ন্যিধ্যে বেড়ে উঠছে সে। তবে বাগান করতে ওকে আমি আর ছেলে পলক দুজনই সাহায্য করি।’

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com