শিশুর পছন্দ কমিকস, বাবা-মায়ের শিক্ষামূলক বই

শিশু প্রহরে বাবার সঙ্গে মেলায় এসেছে নার্সারিতে পড়ুয়া মুআজ। হাতে ধরা এক গাদা কমিকস, পপ আপ আর রূপকথার বই।
শিশুর পছন্দ কমিকস, বাবা-মায়ের শিক্ষামূলক বই

এই বইগুলোর মধ্যে কোনটা বেশি প্রিয় জানতে চাইলে মুআজ বলে, “সবগুলো।”

পাশেই দাঁড়িয়ে থাকা তৃতীয় শ্রেণি পড়ুয়া স্পর্শ জানায়, তার পছন্দমতো সে ছড়া আর পপ আপ বই কিনেছে।

কিশোরদের পছন্দ সায়েন্স ফিকশন। অষ্টম শ্রেণিতে পড়ুয়া নাদিয়া কিনেছে তার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের দুইটি সায়েন্স ফিকশন বই।

শিশু প্রহরে মেলায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বাবা-মার সাথে বিভিন্ন স্টল ঘুর ঘুরে বই কিনছেচতারা। শিশুরা বেছে নিচ্ছে রঙিন পপ আপ, কমিকস, ছড়া, রূপকথার বই। অন্যদিকে বাবা-মায়েরা শিশুদের জন্য বেছে নিচ্ছেন শিক্ষামূলক আর বিজ্ঞানভিত্তিক বই।

তিন জন শিশুসহ পরিবারের আট জন সদস্যকে নিয়ে মেলায় এসেছেন বিলকিস আরা।

প্রথম শ্রেণিতে পড়ুয়া সন্তানের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে কিনে দিয়েছেন শিশুদের এনসাইক্লোপিডিয়া, যার ফলে সে সহজেই প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পাবে। পরিবারের অন্য দুই শিশুর জন্যে কিনেছেন সায়েন্স ফিকশন বই।

কথা হয় আরেক অভিভাবক আজিজুল হকের সাথে। তিনি বলেন, “সন্তানের পছন্দের বই কিনে দিয়েছি। সঙ্গে বিজ্ঞান আর গণিত বিষয়ক বইও কিনে দিয়েছি।”

শিশুদের কাছে পপ আপ বইয়ের কদর এত বেশি কেন জানতে কথা হয় ‘দ্য পপ আপ ফ্যাক্টরি’ স্টলের রুমানা শারমিনের সাথে। বর্ণীল আর মজাদার উপস্থাপনার কারণেই সব বয়সী শিশুদের কাছে এধরণের বই পছন্দনীয় হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com